ফিরছে দেশি মাছের রাজত্ব
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ০৬ এপ্রিল ২০১৯, ০০:০০
রাজত্ব ফিরছে বিলুপ্তপ্রায় ১৯ প্রজাতির দেশি মাছের। এর মধ্যে রয়েছে বাটা, ভাঙন, কালিবাউশ, গনিয়া, মহাশোল, মহিনী বাটা, বাঘা আইড়, ঘাওরা, সাদা ঘনিয়া, তেলে গুলশা, পারসে, পোয়া, মধু পাবদা, মাগুর, সরপুঁটি, বাইন, টাকি, নোনা টেংরা ও বোয়াল। ইতোমধ্যে এসব মাছের প্রজনন ও আধুনিক চাষ পদ্ধতি উদ্ভাবন করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য অধিদপ্তর। তথ্য মতে, দেশে ২৭০ প্রজাতির মিঠা পানির মাছ পাওয়া যায়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারের (আইইউসিএন) হিসাবে, এর মধ্যে বিলুপ্তির পথে ৫৪ প্রজাতি। তবে এসব মাছ সংরক্ষণ ও…