মিনুর গলায় কাঁটা!
প্রথম আলো
প্রকাশিত: ০৫ এপ্রিল ২০১৯, ০৯:৪৭
আছিয়ার সংসারের দুষ্টু-আদুরে সদস্য মিনু। কিন্তু কয়েক দিন ধরে মিনু খেতে পারছে না। মিনুকে নিয়ে আছিয়া যান প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে বলেন, বিড়ালটির গলায় মাছের কাঁটা বিঁধে থাকতে পারে। তবে ওষুধ খেলে সেরে যাবে। এতেই আছিয়ার চোখে আনন্দের ঢেউ খেলে যায়।