
‘লুকাছুপি’ সিনেমার সাফল্যের বাহবা একা কার্তিক আরিয়ানকে কেন? প্রশ্ন তুললেন কৃতি শ্যানন
এনডিটিভি (ভারত)
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০১৯, ১৩:৪১
কৃতি বললেন, ‘‘কোনও সিনেমার মুখ্য নারী চরিত্রকে দেখেও না দেখার ভান করাটা অন্যায্য।’’ লুকাছুপি-র সাফল্যের প্রায় পুরো কৃতিত্বটাই কার্তিক আরিয়ানকে দিয়েছে বিভিন্ন মিডিয়া রিপোর্ট। কৃতি সেগুলো উল্লেখ করে বলেন, ‘‘এই ব্যবসার ধরনটাই হলো মেয়েদেরকে দেখেও দেখো না, অবশেষে যে এই বিষয়টা নিয়ে কথা বলতে পারছি, এটা ভেবেই আমার ভালো লাগছে।’’