হারিয়ে যাচ্ছে ‘হানকো’
প্রথম আলো
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১২:১৮
জাপানে ব্যক্তিগত সিলকে ‘হানকো’ বলে। সইয়ের কাজে ‘হানকো’ ব্যবহৃত হয়। জাপানের প্রাপ্তবয়স্ক প্রত্যেক নাগরিকেরই একটা করে হানকো আছে। নানা কাজে হানকো ব্যবহারের পুরোনো রীতি আছে জাপানে। তবে দিন বদলে গেছে। ডিজিটালাইজেশনের ঢেউয়ে হারিয়ে যেতে বসেছে হানকো।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সৌন্দর্য হারাচ্ছে