সুনামগঞ্জের তাহিরপুরে প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় অপহরণ হওয়া ছাত্রীর পিতা এ বিষয়ে তাহিরপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীতে পড়ুয়া ওই ছাত্রীকে স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে একই ইউনিয়নের উক্তিয়ারগাও গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে মাছুম মিয়া উত্যক্ত করতো এবং প্রেমের প্রস্তাব দিতো। কিন্তু বখাটের এ প্রস্তাবে রাজী না হওয়ায় গত ২৬শে মার্চ রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ছাত্রী বাইরে গেলে মাছুম মিয়াসহ তার সঙ্গীসহ কয়েকজন মিলে জোরপুর্বক তাকে অপহরণ করে নিয়ে যায়।ছাত্রীর পিতা সংবাদিকদের জানান, প্রেমের প্রস্তাবে সাড়া না দেয়ায় তার নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক মাছুম ও তার সহযোগিরা অপহরণ করেছে। গত কয়েকদিন ধরে তার সন্ধান না পেয়ে তিনি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউল আলম জানান, ৭ম শ্রেণীর এক ছাত্রী অপহরণ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। তাহিরপুর থানার অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.