পাকুন্দিয়ায় এইচএসসি পরীক্ষাবঞ্চিত তিন শিক্ষার্থী

মানবজমিন প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০০:০০

পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের তিন শিক্ষার্থী এবার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারছেন না। পরীক্ষাবঞ্চিত শিক্ষার্থীরা হলেন- ওই কলেজের বিএম শাখার মো. বাঁধন মিয়া, মো. ইকবাল ও হাফসা আক্তার। পরীক্ষার্থীদের অভিযোগ- তারা যথাযথ নিয়মে ও সঠিক সময়ে ভর্তি ফি, রেজিস্ট্রেশন ফি ও নম্বরপত্র জমা দিয়ে কলেজে ভর্তি হয়েছেন। কলেজ কর্তৃপক্ষ রেজিস্ট্রেশনের জন্য তাদের নামের তালিকা শিক্ষা বোর্ডে পাঠায়নি। পরীক্ষার্থী হিসেবে বোর্ডের তালিকায় তাদের নাম না থাকায় তারা ফরম পূরণ করতে পারছেন না। এ বছর ফরম পূরণ করতে গিয়ে তারা এ বিষয়টি জানতে পারেন। এতে তাদের জীবন থেকে দুটি বছর ঝরে গেল। কলেজের অধ্যক্ষ আ.জা.ম. আকরাম হোসেন বলেন, নতুন শিক্ষার্থীদের ভর্তি ও রেজিস্ট্রেশন করানোর দায়িত্বে ছিলেন আইসিটি শিক্ষক বিপদ ভঞ্জন বণিক। সকল শিক্ষার্থী তার কাছেই ভর্তি ও রেজিস্ট্রেশনের জন্য কাগজপত্র জমা দিয়েছিল। তার অনবধানবশত ওই শিক্ষার্থীদের নামের কোনো রেজিস্ট্রেশন হয়নি। বিষয়টি তখন আমাকে জানানো হয়নি। ওই তিন শিক্ষার্থী যখন ফরম পূরণ করতে পারছে না, তখন আমাকে জানানো হয়েছে। তখন আমার আর করার কিছু ছিল না। আইসিটি শিক্ষক বিপদ ভঞ্জন বণিক জানান, ওই তিন শিক্ষার্থীকে তিনি যথারীতি ভর্তি করিয়েছেন। তবে তিনি গত চার মাস ধরে এ দায়িত্বে নেই। কেন তাদের নামের রেজিস্ট্রেশন হয়নি এবং ফরম পূরণ করতে পারেনি তা তার জানা নেই।  উল্লেখ্য, এ বছর ওই কলেজ থেকে বিএম শাখায় ৫৯ জন ও সাধারণ শাখায় ৭৫ জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। কিন্তু ওই তিনজন পরীক্ষার্থী এ বছর আর পরীক্ষায় অংশ নিতে পারছেন না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে