মৌলভীবাজারে দেয়ালচিত্র নিয়ে কৌতূহল

মানবজমিন প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০০:০০

মৌলভীবাজারে একটি সচিত্র দেয়াল লিখন ভাবাচ্ছে সবাইকে। মৌলভীবাজার শহরের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছে এরকম একটি সচিত্র দেয়াল লিখন হঠাৎ করেই অনেকের চোখে পড়েছে। এই দেয়াল লিখন অনেকের ভাবনার জগতে ঠোকর দিচ্ছে। আশার জায়গাগুলো ক্রমশ সংকুচিত হতে থাকা এ সময়ে এমন দেয়াল চিত্র সমাজের চলমান অনেক কিছু বিবেক, মানবতা, মূল্যবোধ, নীতি-নৈতিকতা, রাজনীতি সবকিছুই যেন বুঝাতে চাচ্ছে। বলছে উঠো, জাগো। মৌলভীবাজার পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছে গিয়ে দেখা গেছে, মৌলভীবাজার শহরের কোর্ট রোড থেকে আরামবাগের দিকে যে সড়কটি গেছে। সেই সড়কে ঢোকার মুখে পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কাছে জেলা প্রশাসকের বাংলোর দেয়ালে একটি সচিত্র দেয়াল লিখন শোভা পাচ্ছে। লাল-কালোয় আঁকা এ চিত্রটিতে ফুটিয়ে তোলা হয়েছে এক যুবকের ছবি। যুবকটির মাথায় উসখু-খুসকু চুল খাড়া খাড়া। তার দুই হাত দুই দিক থেকে লাল রঙের শিকলে বাঁধা। এক হাতে উঁচিয়ে ধরা রঙের তুলি। যুবকের মাথার ডান পাশে কালো বাক্সের ভেতর কালো অক্ষরে লেখা বিবেক এবং লাল বাক্সের ভেতর লাল অক্ষরে লেখা মানবতা। অন্যদিকে মাথার বাম পাশে লাল বাক্সে লাল অক্ষরে লেখা রাজনীতি, কালো বাক্সে লাল রঙে একটি প্রশ্নবোধক চিহ্ন। নিচে বড় করে লাল অক্ষরে লেখা ‘উঠো, জাগো/ অনিমেষ আজ তোমাকে বড্ড প্রয়োজন।’ দেয়াল চিত্রটির নিচের বাম কোণে ইংরেজিতে তারিখ লেখা ১৯/০৩/১৯। ইংরেজিতে একটি স্বাক্ষরও আছে। এফিটাফ সত্য নামে একজন এই দেয়ালচিত্রটির ছবি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, চারদিকে যখন বিবেক, মানবতা, রাজনীতি সবকিছুই প্রশ্নবিদ্ধ। ঠিক সেই সময়টিতে অনিমেষদের এই সমাজে বড্ড প্রয়োজন... প্রগতির লড়াইয়ে। কবি ও সাহিত্য সংগঠক জাবেদ ভূঁইয়া বলেন, ‘যে বা যারা এ দেয়াল চিত্র  এঁকেছে, তারা পূর্ণাঙ্গ না হলেও সমসাময়িক সংকট, অসঙ্গতির একটি চিত্র সামনে এনেছে। মানুষের বোধের অচলায়তনে ধাক্কা দেয়ার চেষ্টা করেছে। একটু হলেও তা মানুষকে ভাবাবে। মানুষের মধ্যে নতুন বোধ জাগিয়ে তুলবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও