You have reached your daily news limit

Please log in to continue


বঙ্গবন্ধুর সমাধিতে সুলতান মনসুরের শ্রদ্ধা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ডাকসুর সাবেক ভিপি,স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমদ। গতকাল বাদ জুমা জাতির পিতা ও তার পরিবারের সদস্য, জাতীয় চার নেতাসহ মুক্তিযুদ্ধের সময় নিহত সকল শহীদের মাগফিরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন তিনি। তার সঙ্গে নির্বাচনী এলাকা (মৌলভীবাজার-২) এর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় ঐক্যফ্রন্ট থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নেয়া সুলতান মনসুর দল এবং জোটের সিদ্ধান্ত অমান্য করে একাদশ সংসদের এমপি হিসেবে শপথ নিয়েছেন। নির্বাচনী এলাকার জনগণের চাপে তিনি শপথ নেয়ার কথা জানিয়েছেন। ৭ই মার্চ শপথ নেয়ার দিনেই তিনি সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন। যদিও জাতীয় ঐক্যফ্রন্ট ও গণফোরাম তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন