
কেমন হতে পারত আমাদের পর্যায় সারণি
প্রথম আলো
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১৬:০০
বিজ্ঞানজগতের মৌলগুলোর পথচলা যেন শুরু হয় পিরিয়ডিক টেবিল বা পর্যায় সারণি থেকে। গবেষণাগার থেকে শুরু করে একজন বিজ্ঞান শিক্ষার্থীর পড়ার টেবিল—সব স্থানেই দেখা মিলবে এই সারণির। ১৮৬৯ সালের দিকে ৬৩টি মৌল নিয়ে প্রথম পর্যায় সারণি তৈরি করেন দিমিত্রি ম্যান্ডেলিভ। মৌলগুলোর রাসায়নিক ও বাহ্যিক গঠনের ওপর ভিত্তি করে এই সারণিতে সেগুলোর অবস্থান ঠিক করেন তিনি। একটা সাধারণ কার্ড পেপারে কতগুলো সারি ও কলাম...
- ট্যাগ:
- বিজ্ঞান
- পর্যায় সারণী