‘ডিম বালককে’ প্রতিহত করা সেই ব্যক্তি ‘সন্ত্রাসী’
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১৫:২৪
অস্ট্রেলীয় সিনেটর ফ্র্যাজার অ্যানিংয়ের মাথায় ডিম ভাঙা সেই বালককে প্রতিহত করা ব্যক্তি একজন সন্ত্রাসী। নিউজল্যান্ডের ক্রাইস্টচার্চের দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর আপত্তিকর মন্তব্য করায় অস্ট্রেলীয় সিনেটরের মাথায় ডিম ভাঙেন ১৭ বছর বয়সী উইল কনোলি নামের বালক। তখন নেইল এরিকসন নামে ডানপন্থী এক কর্মী ডিম বালককে মেরে মাটিতে শুইয়ে ফেলে। বা-হাত দিয়ে ডিম বালকের মাথা চেপে ধরে রাখে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে। দ্য ইনডিপেনডেন্টের প্রতিবদনে বলা হয়, গত বছর একটি চার্চে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এরিকসন। ধারালো তলোয়ার, মেগাফোন…