বালিতে সাঁতার কাটছিল ‘দৈত্য মাছ’
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১৩:৩২
গভীর সাগরে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিলেন একদল জেলে। তবে সাগরে নামার আগেই তারা দেখতে পান বালিতে কিছু একটা সাঁতার কাটছে। প্রথমে তারা ভেবেছিলেন ড্রিফটিউড অর্থাৎ সাগরে ভাসমান কাঠ। পরে সেটি পরিষ্কার করতেই দেখা যায় রহস্যময় দৈত্য মাছ। অস্ট্রেলিয়ার সমুদ্র সৈকতে ঢেউয়ের সঙ্গে আছড়েপড়া অদ্ভূত এই দৈত্য মাছটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিশেষজ্ঞরা এটিকে সমুদ্রের সানফিস বলে জানিয়েছেন। মাছটি ১.৮ মিটার বা ৬ ফুট লম্বা। নিজের সহকর্মীর খুজে পাওয়া ওই মাছটির ছবি ফেসবুকে শেয়ার করেছেন লেনিটি গ্রেজিল্যাক নামে এক…
- ট্যাগ:
- জটিল
- প্রাণী জগৎ
- মাছ
- দৈত্য
- ইন্দোনেশিয়া