![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/03/21/3a9b6dd4d0ed2459046de24b404335f7-5c931b095328c.jpg?jadewits_media_id=1425167)
ক্ষুদ্র উদ্যোক্তাদের অনলাইন বাজার
প্রথম আলো
প্রকাশিত: ২১ মার্চ ২০১৯, ১১:০১
ক্ষুদ্র উদ্যোক্তা বা এসএমই পণ্যের অনলাইন দোকান হিসেবে যাত্রা শুরু করেছে ঐক্য ডটকম ডটবিডি। সম্প্রতি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের মিডিয়া বাজারে আনুষ্ঠানিকভাবে এ অনলাইন স্টোরের ঘোষণা দেন এর উদ্যোক্তারা। এর আওতায় ৪৯১টি উপজেলায় ঐক্য স্টোর কার্যক্রম চালু হবে এবং অনলাইনে এসএমই পণ্য কেনার সব সুবিধা থাকবে।