অণ্ডকোষের সমস্যায় করণীয়
দৈনিক আমাদের সময়
প্রকাশিত: ২০ মার্চ ২০১৯, ০৮:৩৯
অণ্ডকোষের বৃদ্ধি বা হাইড্রোসিল হতে পারে আঘাত লাগায়, কৃত্রিম উপায়ে বেশি বেশি মৈথুন করায়, চাপ লাগায়, কোনো ধরনের ইনফেকশন হলে। ইরিটেসনের ফলে কোষ বাড়তে পারে। ভেতরে পুঁজের মতো তরল থাকায় কোষ শক্ত হতে পারে। ওই সঞ্চিত তরল পদার্থ চাপা বাধতে থাকে বা রক্ত বা পুঁজের কণামিশ্রিত বস্তু ঘোলা হয়ে জমে যেতে পারে। অণ্ডকোষের অভ্যন্তরস্থ তরল বস্তু বর্ণশূন্য থাকে অথবা কখনো বা ঈষৎ হলুদ বর্ণের হয়। এর সঙ্গে ক্রমে পিগমেন্ট রক্ত, ফাইব্রিন, চর্বি, মিউকাস এপিথেলিয়াম শুক্র ইত্যাদির মিশ্রণে সবুজাভ, গাঢ় সবুজ…