ঢাকা: ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় দেশটির বিশেষায়িত বাহিনী সিআরপিএফের গাড়িবহরে বর্বরোচিত হামলা চালিয়ে ফের আলোচনায় পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মুহম্মদকে (জেইএম)। হামলার দায় স্বীকার করা জেইএমকে পাকিস্তানই মদত দিয়ে আসছে বলে ভারত অভিযোগ তুলে এলেও ইসলামাবাদ তা অস্বীকার করার চেষ্টা করে আসছে বারবার। কিন্তু জেইএম যেন পাকিস্তানের ‘থলের বিড়াল’। চাইলেও জেইএমকে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার বিষয়টি লুকোতে পারছে তারা। দেশটির সংশ্লিষ্টদের বক্তব্যে জেইএমকে পোষণের বিষয়টি যেমন ধরা পড়ছে, খোদ দেশটির সাবেক প্রেসিডেন্টসহ নেতাদের বক্তব্যে সেসব আরও প্রকাশ্য হয়ে পড়ছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.