![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/03/07/eb8cf6e2359e447281b1598a51b50a42-5c80bc892e896.jpg?jadewits_media_id=1421883)
নারী দিবস ঘিরে সরব নারী নির্মাতারা
প্রথম আলো
প্রকাশিত: ০৭ মার্চ ২০১৯, ১২:৩৪
নারী দিবস সামনে রেখে অনেক আগে থেকেই ব্যস্ত ছিলেন নারী নাট্য নির্মাতারা। আসছে নারী দিবসে দর্শকদের জন্য নির্মাণ করেছেন বেশ কিছু নাটক। সেগুলো প্রচারিত হচ্ছে আজ থেকে। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে খোঁজ নিয়ে জানা গেছে, নারী দিবসের অনুষ্ঠান বিশেষ করে নাটক মূলত নারী নির্মাতারাই নির্মাণ করছেন। এ কারণে এই দিবসে বিশেষ আয়োজন করেছে বিভিন্ন চ্যানেল।
- ট্যাগ:
- বিনোদন
- নারী দিবস
- নারী নির্মাতা
- ঢাকা