‘সেন্সর ট্যাপ’ কমাবে পানির অপচয়
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৫ মার্চ ২০১৯, ১৪:৪৫
রাজশাহী: ট্যাপ ছেড়ে দিয়ে বন্ধ না করে চলে যাওয়ার বদভ্যাস রয়েছে অনেকেরই। এতে মূল্যবান পানির অপচয় হয় সবসময়ই। আর ট্যাপটি যদি হয় কোনো পথের পাশে, তাহলে তো কথায়ই নেই। পানি পড়ছে তো পড়ছেই। কোনো পথচারী হয়তো মনের ভুলে ট্যাপ ছাড়ার পর বন্ধ না করে চলে গেছেন। সেই ট্যাপ বন্ধ করতে কেউই আর এগিয়ে আসেন না। এমন দৃশ্য চোখে পড়ে প্রতিদিনই।