![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/03/01/5d09c9d68cd24b97a1aa1adc251b0a39-5c78f7f57795c.jpg?jadewits_media_id=1420443)
লাল গালিচায় কাঁদলেন সেলমা
প্রথম আলো
প্রকাশিত: ০১ মার্চ ২০১৯, ১৫:১৩
গত বছর সেলমা ব্লেয়ারের শরীরে মাল্টিপল স্ক্লেরোসিস রোগ ধরা পড়ে। এই রোগের প্রভাবে সেলমার শরীরের বিভিন্ন অংশ অসাড় হতে থাকে। তাঁর গলায় কথা বেঁধে যেতে শুরু করে, পায়ের মাংসপেশির কিছু অংশও অসাড় হয়ে যায়।