![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/02/24/bf7a300cd91f29cc341bac58e8f4539c-5c72516679f49.jpg?jadewits_media_id=1419053)
পর্যটকদের মন ভোলাবে নীলসাগর ইকোপার্ক
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:০৯
পাখির কলরবে মুখরিত ছায়াঘেরা বিশাল এক দিঘির নাম নীলসাগর। নীলসাগরের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকেরা। এসব পর্যটককে আরও আনন্দ দিতে এখানে নির্মাণ করা হচ্ছে নীলসাগর ইকোপার্ক। গত শুক্রবার দুপুরে জেলার একমাত্র বিনোদনকেন্দ্র নীলসাগর চত্বরে ফলক উন্মোচন করে ওই পার্কের উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার মোহাম্মদ জয়নুল বারী। নীলফামারী জেলা সদর থেকে...