৫ বছরে ২ হাজার তিমি শিকারের অনুমোদন দিল আইসল্যান্ড
আমাদের সময়
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৫
রাশিদ রিয়াজ : আইসল্যান্ডে দুটি তিমি শিকার কোম্পানিকে আগামী ৫ বছরে ২ হাজার তিমিকে নিধনের অনুমোদন দেয়া হয়েছে। যদিও পরিবেশবাদি ও প্রাণিরক্ষা আন্দোলনকারীরা এ নিয়ে ব্যাপক আন্দোলন করে যাচ্ছে তারপরও এধরনের অনুমোদন দেয়া হলো। এক বিবৃতিতে আইসল্যান্ডের মৎস্য ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছেন বছরে সর্বোচ্চ ২০৯টি ফিন তিমি ও ২১৭টি মিন্ক তিমি শিকার করা যাবে। সিএনএন …
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- তিমি শিকার
- আইসল্যান্ড