মোস্তাফা জব্বার বললেন, ‘শুধু নগ্নণতা নয়’ বিভিন্ন লেখা ও নাটকে অশালীন শব্দের ব্যবহারও পর্নো’ এর আওতাধীন
আমাদের সময়
প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:১৫
মঈন মোশাররফ : ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পর্নোসাইট বন্ধ করতে গিয়ে অনেক জনপ্রিয় সাইটও বন্ধ হয়ে যাচ্ছে। আমরা তো পর্নো বলতে শুধুমাত্র নগ্নণতাকে বুঝি না, যে কোনো কনটেন্ট লেখা কিংবা নাটকে বহু জিনিস আছে যে সব জায়গায় অনুচ্চারিত শব্দ ব্যবহার হয়। আমরা কিন্তু কেবলমাত্র ছবির পর্নোসাইট বন্ধ করছি না। শনিবার …