বস্ত্রালয় নয় মন্দির, আদি ঢাকেশ্বরী এত বিখ্যাত কেন?
এইসময় (ভারত)
প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫২
pilgrimage: ঢাকেশ্বরী মন্দিরটি কয়েকটি মন্দির ও সংলগ্ন সৌধের সমষ্টি। একে দুটি অংশে বিভক্ত করা যায়। পূর্বদিকে অন্তর্বাটি ও পশ্চিমদিকে বহির্বাটি। অন্তর্বাটিতে রয়েছে প্রধান মন্দির, নাটমন্দির ও অন্য ইমারত। বহির্বাটিতেও আছে কয়েকটি মন্দির, একটি পান্থশালা ও বেশ কয়েকটি ঘর।