কালোদের সাহিত্য ও রাজনীতি
প্রথম আলো
প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১
ফেব্রুয়ারিকে আমেরিকায় ব্ল্যাক হিস্ট্রি মান্থ হিসেবে স্মরণ করা হয়। এই মাসে শিল্প সাহিত্য সংগীতসহ বিভিন্ন ক্ষেত্রে কালোদের অবদান ও কৃতিত্বকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড. কার্টার জি উডম্যান নিগ্রো দাসের সন্তান। ছাত্রাবস্থায় লক্ষ্য করেন, স্কুলকলেজের পাঠ্য বইয়ে কালোদের অবদানকে এড়িয়ে যাওয়া হয়েছে। তাই তিনি ১৯২৬ সালে নিগ্রো হিস্ট্রি উইক নামের আড়ালে আন্দোলন শুরু করেন। এর...
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- রাজনীতি
- সাহিত্য
- কালো
- ঢাকা