![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/02/13/c94195a48624d518e7b3a652eac9c2d6-5c6402f367a2b.jpg?jadewits_media_id=1416408)
যৌবন থাকতে আইল না কেউ: পান্থ কানাই
প্রথম আলো
প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪২
চলচ্চিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী পান্থ কানাই। ছবির নাম ‘যাযাবর’। যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল রদ্দি ও আসিফ ইসলাম। পান্থ কানাই দুই বছর আগে ‘যাযাবর’ ছবির শুটিং করেছেন। কিন্তু তখন তা সংবাদমাধ্যমে জানানো হয়নি।
- ট্যাগ:
- বিনোদন
- গান
- যৌবন
- পান্থ কানাই