ভাষা শহীদদের জন্য মাগফিরাত কামনা
আমাদের সময়
প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০১৯, ২০:৪৬
আবুল কাশেম ইয়াছিন : ফেব্রুয়ারি এলে ভাষার প্রতি টান বেড়ে যায়। মনের গহীনে লুকিয়ে থাকা অকুণ্ঠ ভালোবাসা ক্রমশই আচ্ছন্ন করে তনুমন। শহরের অলি-গলিতে বাংলা বর্ণমালা দেখে ফের জীবন্ত হয়ে উঠে বায়ান্নর স্মৃতি। তখন পূর্ব ও পশ্চিম পাকিস্তানের শতকরা আটান্নজন লোকের মুখের ভাষা ছিল বাংলা। কিন্তু তারপরও শাসকগোষ্ঠী উর্দুকে চাপিয়ে দিয়েছিল নিরীহ জনগণের উপর। তারা কেড়ে …