You have reached your daily news limit

Please log in to continue


৫২ প্রেক্ষাগৃহে ‘ফাগুন হাওয়ায়’

১৫ই ফেব্রুয়ারি সারা দেশের ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ৫২-এর ভাষা আন্দোলনের ছবি ‘ফাগুন হাওয়ায়’। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবিটির সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন তৌকীর আহমেদ। ৫২টি প্রেক্ষাগৃহে মুক্তির ব্যাপারে নিশ্চিত করেছে ‘ফাগুন হাওয়ায়’-এর পরিবেশক প্রতিষ্ঠান অভি কথাচিত্র। এখন দেশজুড়ে প্রচারণায় ব্যস্ত ‘ফাগুন হাওয়ায়’ টিম। এদিকে সোশ্যাল মিডিয়ায়ও ‘ফাগুন হাওয়ায়’-এর জয়জয়কার। পোস্টার, টিজার ও ট্রেইলারের পর ছবির প্রথম গানটিও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছে। টিটো রহমানের ‘বউ কথা কও’ গল্পের অনুপ্রেরণায় নির্মিত হয়েছে ‘ফাগুন হাওয়ায়’। ঐতিহাসিক কাহিনীনির্ভর ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম ও তিশা। আরো অভিনয় করেছেন বলিউডের অভিনেতা যশপাল শর্মা, বাংলাদেশের অভিনেতা আবুল হায়াত, আফরোজা বানু, ফারুক হোসেন, সাজু খাদেম, আজাদ সেতু, হাসান আহমেদ প্রমুখ। ছবির পরিচালক তৌকীর আহমেদ জানান, ভালোবাসা দিবসকে ঘিরে ছবিটির মুক্তির আয়োজন হলেও ‘ফাগুন হাওয়ায়’-এর গল্প বায়ান্নর প্রেক্ষাপট ঘিরে। ছবিটিতে ৫২-এর ঘটনাবলি থাকলেও ভালোবাসা, মানবিক বিষয়, কমেডিসহ প্রচুর হিউমার আছে। দর্শকেরা এখানে সব ধরনের উপাদানই পাবেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন