কালীগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে গণধর্ষণ, আটক ৪

মানবজমিন প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৯

ঝিনাইদহের কালীগঞ্জে বাকপ্রতিবন্ধী কিশোরী (১৪) গণধর্ষণের স্বীকার হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনার দু’দিন পর শনিবার রাতে চারজনকে আটক করেছে পুলিশ। গত ৬ই ফেব্রুয়ারী উপজেলার ৬নং ত্রিলোচনপুর ইউনিয়নের বানুড়িয়া গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে। আটককৃতরা হলো, বালিয়াডাঙ্গা গ্রামের আবদুর রহমানের ছেলে সেলিম পাটয়ারী, বানুড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে সাঈদ হোসন, নুর আলীর ছেলে রাকিব হোসেন এবং লাল চানের ছেলে আশিক। কালীগঞ্জ থানাপুলিশ তদন্ত কর্মকর্তা এসআই, দেলোয়ার হোসেন জানান, ঘটনার দিন এ সময় মেয়েটি ঘরের বারান্দায় বসে খাবার খাচ্ছিলো। কিছুক্ষণ পরে তাকে বাড়িতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করা হয়। ঘণ্টাখানেক পরে বাড়ির পাশের একটি বাগানে তাকে পোশাকবিহীন অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে বাড়িতে আনা হয়। ধর্ষিতার বাবা জানান, ঘটনার পর থেকে ধর্ষণকারীরা আমাকে এবং আমার পরিবারকে হুমকি-ধমকি দিয়ে আসছিল ঘটনাটি কাউকে না বলার জন্য। সাঈদ নামের ছেলেটি আমাকে আবারো ফোনে মেরে ফেলার হুমকি দেয়। এরপর আমি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কালীগঞ্জ পুলিশকে বিষয়টি কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনার সঙ্গে জড়িত ৪ জনকে আটক করা হয়েছে। এরপর সংবাদ পেয়ে পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও