সুপারস্টার ক্রিকেট ক্লাবের ৮ম সিক্স-এ সাইড টুনামেন্ট সম্পন্ন
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুপারস্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে ৮ম সিক্স এ সাইড ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। ৬ ফেব্রুয়ারী বুধবার খদ্দাপাড়া গ্রামের ঐতিহ্যবাহী বড়ডাক মাঠে এ টুর্নামেন্টর ফাইনাল খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। সৌদি প্রবাসী দিলাল আহমদের সভাপতিত্ব ও আব্দুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ৬নং ঢাকাদক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ইউ পি সদস্য কয়ছর আহমদ কস্তন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, খেলাধুলায় কেউ হারে, কেউ জয়লাভ করে। মূল কথা হলো খেলাধুলায় অংশগ্রহণ করা। তিনি বলেন, খেলাধুলাই পারে যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে। খেলাধুলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করে। খেলোয়াড়দের মধ্যে সৃষ্টি হয় শৃংখলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা। তিনি আয়োজক কমিটিকে এ ধরনের প্রতিযোগিতামূলক খেলা আয়োজন করায় ধন্যবাদ জানান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমেরিকা প্রবাসী তাহিদ আহমদ, সুপার স্টার ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মিজান আহমদ, শরফ উদ্দিন বাবলা, স্বপন আহমদ, সাংবাদিক আব্দুর রহমান, রুবেল আহমদ, আব্দুল আহাদ, জামিল আহমদ, ছায়াদ আহমদ, মিজানুর রহমান সাহেদ, ফখরুল ইসলাম। এছাড়াও অন্যন্যার মধ্যে উপস্থিত ছিলেন সুলতান, ইশতিয়াক, কামরান, মুহতাছিম বিল্লাহ, মিনহাজ, কাবুল, এমরান, বদরুল প্রমুখ। পরবর্তীতে চ্যাম্পিয়ন দল কে পাঁচটি ক্রিকেট ব্যাট হাতে তুলে দেন অতিথিবৃন্দ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.