ফের পেছাল কিবরিয়া হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

দৈনিক সিলেট প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:১৩

দৈনিকসিলেটডটকম: ফের পেছাল সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিরবিয়া হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ। গাজীপুর কারাগারে থাকা জঙ্গি আবদুস সালাম আদালতে হাজির না হওয়ায় আগামী ৭ মার্চ সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করেছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম। বৃহস্পতিবার দুপুরে আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারিত ছিল। আদালতে উপস্থিত ছিলেন—বিএনপি-জামায়াত জোট সরকারের আমলের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কারাবন্দি লুৎফুজ্জামান বাবর, জামিনে থাকা সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ মামলার অন্য আসামিরা। আলোচিত এ মামলার সাক্ষ্য গ্রহণ উপলক্ষে সকাল থেকেই সিলেটের আদালত চত্বরে নিরাপত্তা বাড়ানো হয়। দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তায় মামলার কারাবন্দি লুৎফুজ্জামান বাবর ছাড়াও জঙ্গি আসামিদের আদালতে হাজির করা হয়। মামলার অন্যতম আসামি গাজীপুর কারাগারে থাকা জঙ্গি আবদুস সালামকে হাজির না করায় আদালতের বিচারক মো. রেজাউল করিম মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য মার্চের ৭ তারিখ নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের স্পেশাল পিপি এডভোকেট কিশোর কুমার কর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও