স্বল্প আয়ের মানুষের জন্যও ফ্ল্যাট নির্মাণ করতে চায় রিহ্যাব
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৯
স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট তৈরি করে দিতে পারবে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। সরকার প্লট বা জমি দিলে সাধারণ মানুষের জন্য রিহ্যাব সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলো ফ্ল্যাট নির্মাণ করে দিতে পারবে। এমনটাই জানিয়েছেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। আজ বুধবার রিহ্যাব আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।