![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/02/06/e45df72507c9b498f82ba586c4518f73-5c5a8428c9374.jpg?jadewits_media_id=1414733)
হায় সুরমা!
প্রথম আলো
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫০
সিলেটের গর্ব সুরমা নদীর দিকে তাকালে সৌন্দর্যপিপাসু যেকোনো মানুষের কষ্ট হবে; বিশেষ করে যাঁরা নদীকে ভালোবাসেন। শুকনো মৌসুমে পানি কমে গিয়ে নদী এমনিতেই থাকে শীর্ণ, তার ওপর তীরজুড়ে যত্রতত্র আবর্জনা ফেলায় সেখানকার পরিবেশ দূষিত ও কুৎসিত হয়ে উঠেছে। অপচনশীল পদার্থ আর বর্জ্যে নদীর পানি হয়ে উঠেছে কালো আর ব্যবহারঅযোগ্য। এখনই পরিকল্পিতভাবে দখল-দূষণ ঠেকাতে না পারলে এই সুরমার অপমৃত্যু ঘটবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সুরমা নদী
- নদী দূষণ
- আবর্জনা
- সিলেট জেলা