![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/02/04/777777075aa27dd1fd5ef65ed79469a7-5c57d6931551b.jpg?jadewits_media_id=1414215)
সিঙ্গাপুরে দেখানো হবে ‘দহন’
প্রথম আলো
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৫
এখনো দেশের বেশ কিছু প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে সিয়াম ও পূজা অভিনীত ‘দহন’। দুই সপ্তাহ আগে কানাডায় প্রদর্শিত হয়েছে ছবিটি। এবার সিঙ্গাপুরে প্রদর্শিত হবে। রায়হান রাফি পরিচালিত সিনেমাটি সেখানে ৫ ও ৬ ফেব্রুয়ারি দেখানো হবে।