পদ্মার চরে সবুজ হয়ে উঠেছে নদীভাঙা মানুষের ‘স্বপ্ন’
বাংলা নিউজ ২৪
প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩৪
রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদী ও সাধারণ মানুষের জীবন-জীবিকা যেন একই সুতোয় গাঁথা। তবে ফারাক্কার প্রভাবে পদ্মা তার যৌবন হারিয়েছে বহু আগেই। বছরের সর্বোচ্চ তিন মাস পানিতে টইটম্বুর থাকে পদ্মা। বাকি সময় কেবলই ধূ-ধূ বালুচর। নদীর এপার-ওপার ঘিরে কেবল ছোট নালার মতো পানি দেখা যায়।