![](https://media.priyo.com/img/500x/https://paloimages.prothom-alo.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2019/02/03/c6cde163e9cd83d2bc5cfd7e3569a314-5c5653ff1f856.jpg?jadewits_media_id=1413941)
প্রায় অচল হাত-পা নিয়ে পরীক্ষা দিল খাদিজা
প্রথম আলো
প্রকাশিত: ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ০৮:৩২
এক পা নেই, আরেক পা-ও পুরোপুরি স্বাভাবিক নয়। বাম হাতের চারটি আঙুল নেই। আর ডান হাতের কবজি সরু, আঙুলগুলোও পুরোপুরি স্বাভাবিক নয়। কৃত্রিম পা দিয়ে সে চলে। আর শারীরিক এ পরিস্থিতির মধ্যেও থেমে নেই খাদিজা আক্তার রিমা। প্রাথমিক ও জুনিয়র পরীক্ষার গণ্ডি পেরিয়েছে, এবার মাধ্যমিকের পরীক্ষায় উত্তীর্ণ হতে চায় সে। গতকাল এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা দিয়েছে সে।নাটোর সদর উপজেলার কদমতলী বাজারের...