![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-67772370,width-473,resizemode-4/news-for-toi.jpg)
যোগীরাজ্যে গডসেকে মালা, বাপুকে গুলি! গান্ধীজির মৃত্যুবার্ষিকীতে 'সেলিব্রেশন'
এইসময় (ভারত)
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০১৯, ১৫:৪৯
nation: মহাত্মা গান্ধীর হত্যার দিনটিকে যখন গোটা দেশ 'শহিদ দিবস' হিসেবে পালন করছে, তখনই বাপুর হত্যার সেলিব্রেশনে মেতে উঠলেন উত্তরপ্রদেশের হিন্দু মহাসভার কয়েকজন সদস্য। গান্ধীজির ছবিতে গুলি করে তার ভিডিয়ো রেকর্ড করে রাখলেন দলের সাধারণ সম্পাদক পূজা শকুন পাণ্ডে। সেই ভিডিয়ো ভাইরাল হওয়ার পরই পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেছে।