নিজেকে ‘বেশি জাহির করতে গিয়েই চোটে পড়েন নেইমার’
প্রথম আলো
প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০১৯, ১২:২৩
ফ্রান্সের বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার ভিসেন্তে লিজারাজুর মতে মাঠে নিজেকে বেশি জাহির করাই নেইমারের এত চোটের কারণ।
নতুন বছরে নেইমারের শুরুটা দুঃস্বপ্নের মতো। প্রায় প্রতি বছরের শুরুতেই তাঁর একটা না একটা চোট লেগেই আছে। গত বছরের শুরুতে উরুর চোটে এক সপ্তাহ বাইরে থাকতে হয়েছিল নেইমারকে। পরে ফেব্রুয়ারিতে গোড়ালির চোটে বিশ্বকাপে খেলা নিয়েই অনিশ্চয়তায় পরেছিলেন। এ বছরেরও শুরুতে চোট পেয়েছেন নেইমার। ফ্রেঞ্চ...