ইতিহাসের প্রথম যুব টি-টোয়েন্টি ম্যাচে জয়ী দল হিসেবে লেখা থাকলো বাংলাদেশের নাম। সব শেষ ২০১৭ তে ইংল্যান্ড জাতীয় দল বাংলাদেশে এসে হেরে গেছে প্রথম টেস্ট ম্যাচ। এবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল বাংলাদেশ সফরে এসে শুরুতেই দেখলো হারের মুখ। সফরের একমাত্র টি-টোয়েন্টি ম্যাচে টাইগার যুবাদের কাছে হারে তারা। গতকাল কক্সবাজারে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংলিশদের ৭ উইকেটে হারায় টাইগার যুবারা। আন্তর্জাতিক ক্রিকেটে এটি ছিল প্রথম যুব টি-টোয়েন্টি ম্যাচ। তবে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। তবে বাংলাদেশের বোলারদের সামনে হাত খুলে খেলার সুযোগ হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ১২০ রান করে সফকারীরা। জবাব দিতে নেমে ৭ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগার যুবারা।১২১ রানের টার্গেটে তাড়া করতে নেমে শুরুটা দারুণ করেন টপ অর্ডারের তিন ব্যাটসম্যান। সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার মাহমুদুল হাসানের ব্যাট থেকে। এছাড়াও তানজীদ তামিম ও পারভেজ হোসেনের ব্যাট থেকে আসে ৩৩ ও ২৮ রানের ইনিংস। অপরাজিত থেকে দল জিতিয়ে মাঠ ছাড়েন শামীম হোসাইন ও আকবর আলি। অন্যদিকে প্রথমে ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারিয়েছিল ইংলিশ যুবারা। দলীয় ৯ রানের মাথায় উইকেট হারিয়ে সেই ধাক্কা আর সামলে উঠতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। সর্বোচ্চ ৩৪ রান করেন হিল। এ ছাড়া উইল স্মিথ ১৫, লুইস গোল্ডস করেন ১৭ রান। স্বাগতিকদের হয়ে দুর্দান্ত বোলিং করেন তানজীম সাকিব। চার ওভারে ৩০ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। পরে ম্যাচ সেরার পুরস্কারও পেয়েছেন তানজিম সাকিব। এ ছাড়া শামীম হাসান, রাকিবুল হাসান ও মৃত্যুঞ্জয় চৌধুরী নেন একটি করে উইকেট। এই সফরে টি-টুয়েন্টি ছাড়াও তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও দুটি চার দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড যুবদল। কক্সবাজারেই ওয়ানডে সিরিজ শুরু হবে ২৯শে জানুয়ারি। পরের দুই ওয়ানডে ৩১শে জানুয়ারি ও ২রা ফেব্রুয়ারি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.