নাদালকে উড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনে রেকর্ড গড়ে শিরোপা জিতলেন জোকোভিচ

আমাদের সময় প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১৭:৪০

এরকম লড়াই হবে সেটা কেউ ভাবেনি। যে দু’জনের লড়াইয়ের রেকর্ডে আছে অস্ট্রেলিয়ান ওপেনের দীর্ঘতম লড়াই করার। তারাই কিনা উপহার দিলো সরাসরি সেটের ফলাফল! সার্বিয়ান তারকা জোকোভিচের সামনে দাঁড়াতেই পারলেন না স্প্যানিশ তারকা নাদাল।আঠারোতম গ্র্যান্ডস্লামের খুব কাছে যেয়েও ছুঁতে পারলেন না নাদাল। র‌্যাঙ্কিংয়ের দুইয়ে থাকা রাফাকে কাঁদিয়ে ৬-৩, ৬-২, ৬-৩ গেমের সরাসরি সেটে ১৫তম গ্র্যান্ডস্লাম জিতলেন শীর্ষে থাকা জোকার। এই জয়ে ব্যক্তিগতভাবে সর্বোচ্চ সাতবার অস্ট্রেলিয়ান ওপেন জিতলেন নোভাক।কিভাবে যেন কি হয়ে গেল! জোকোভিচের সামনে দাঁড়াতেই পারলেন না রাফা।অস্ট্রেলিয়ান ওপেনে পুরুষ এককের ফাইনালে জোকোভিচের সামেন কোনো প্রতিদ্বন্দ্বীতা করতে পারেননি নাদাল। যেন এক অচেনা নাদাল ছিলেন জোকোভিচের সামনে। যে নাদাল পুরো টুর্নামেন্টের শুরু থেকে আধিপত্য দেখাতে শুরু করেছিলেন। সেই নাদাল ফাইনালে নিজেকে খুঁজেই পেলেন না। একটি সেটেও জোকারকে পরাস্ত করতে পারেননি এই স্প্যানিশ তারকা। তাছাড়া ক্যারিয়ারে দ্বিতীয়বার অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সুযোগ এসেছিল তার সামনে। সেটাও কাজে লাগাতে পারেননি।নাদালকে হারিয়ে শুধু শিরোপা উৎসবই করেননি। গড়েছেন অস্ট্রেলিয়ান ওপেনে সর্বোচ্চ সংখ্যক শিরোপা জয়ের রেকর্ড। এতোদিন ছয়বার শিরোপা জয় করে শীর্ষে ছিলেন অস্ট্রেলিয়ার রয় এমারসন। তিনি ১৯৬১, ৬৩, ৬৪, ৬৫, ৬৬ ও ৬৭ সাল মিলিয়ে মোট ছয়বার মেলবোর্ন কোর্ট থেকে শিরোপা জিতেছিলেন। আর সেই রেকর্ড ভেঙে সাতবারের মতো এই ট্রফি উঁচিয়ে ধরেছেন জোকার।  ২০০৮, ২০১১, ২০১২, ২০১৩, ২০১৫, ২০১৬ এবং এবারের ২০১৯ সােেলর ট্রফি জিতেছেন শীর্ষ বাছাই জোকার।রাফাকে এভাবে হারাবেন এটা যেন নিজেই বিশ্বাস করতে পারছিলেন না জোকার।টেনিসের ‘বিগ ফোর’ রাজত্ব শেষ হতে চলেছে এমন ধারনা করাটাই শ্রেয়। কেননা শীর্ষ চারের একজন বিদায় নিয়েছিলেন প্রথম রাউন্ডেই। ফেদেরার তো কোয়ার্টার ফাইনালে গ্রিক বীর সিটসিপাসের কাছে হেরে ছিটকে পড়েছিলেন। আর বাকি দুই কিং নাদাল ও জোকোভিচের ফাইনালে শিরোপা উঠলো সেই বিগ ফোরের ঘরেই। এর আগের দিন নারী এককের ফাইনালে কেভিতোভাকে হারিয়ে শিরোপা জিতেছিলেন নাওমি ওসাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও