কুমিল্লায় সাড়ে ২৫ কোটি টাকার মাদক ধ্বংস

আমাদের সময় প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:১৭

সীমান্তবর্তী জেলা কুমিল্লা। প্রতিবেশ ভারত ও মিয়ানমার সীমান্ত দিয়ে আসা মাদকদ্রব্য গুলো প্রবেশ করে জেলা কুমিল্লার ভেতর দিয়ে। আর সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যরা মাদকগুলো আটকে তৎপর থাকে। বিজিবির তৎপরতায় গত এক বছরে বিভিন্ন প্রকারের অন্তত ২৫ কোটি টাকার মাদক আটক করে। আজ আটক হওয়া এসব মাদক ধ্বংস করা হয়।বিজিবি ১০ ব্যাটালিয়ন কুমিল্লা ও সেক্টর সদর দপ্তর সূত্রে জানা যায়, কুমিল্লায় ভারতীয় সীমান্তে গতবছরে বিজিবি অভিযানে উদ্ধার হওয়া ২৫ কোটি ৩২ লক্ষ ৬৯ হাজার ১শ’ ৭০ টাকার বিভিন্ন প্রকার মাদক আটক করা হয়।  আজ কোটবাড়িস্থ কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে মাদক দ্রব্য ধ্বংস ও গণসচেতনা মূলক অনুষ্ঠানে আটক ও পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মাদক বোল্ডডোজার এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।মূলত মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আটক মাদকদ্রব্যগুলো আনুষ্ঠানিকভাবে ধ্বংস করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও মজানগর আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আ.ক.ম বাহাউদ্দিন বাহার। ধ্বংসকৃত মাদকগুলোর মধ্যে রয়েছে ফেন্সিডিল ইয়াবা, গাঁজা, হুইস্কি, বিয়ার, চোলাইমদ, যৌন উত্তেজক ট্যাবলেট, পানীয় টাইগার, ফেন্সিডিল লুজসহ অন্যান্য মাদকদ্রব্য।  ১০ বিজিবির অতিরিক্ত পরিচালক আব্দুল্লাহ আল ফারুকী জানান, মাদকের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী জিরো টলারেন্স অবস্থা ঘোষণা করেন। আমরা সে লক্ষ্যেই কাজ করছি।প্রধান অতিথি হাজী বাহার বলেন, কুমিল্লাকে মাদকমুক্ত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা সে লক্ষ্যে বাস্তবায়নের লক্ষ্য কাজ করছি। অনুষ্ঠানে সেনাবাহিনী, জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও