গোপালগঞ্জে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা পুলিশ কর্তৃক আয়োজিত"পুলিশ সেবা সপ্তাহ-২০১৯" উপলক্ষে রোববার সকাল ১১টায় গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হতে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে।উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক, মো. মোখলেছুর রহমান সরকার, পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান-পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো: রুহুল আমিন, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মাহাবুব আলী খান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত মোহাম্মদ আসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেন-পিপিএম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (অপস এন্ড ক্রাইম) মো: আব্দুল্লাহ আল-মাসুদসহ গোপালগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তা/কর্মচারীগণ। এ ছাড়াও গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্কুলের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।পরে পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান (পিপিএম), র্যালী শেষে গোপালগঞ্জ শহরস্থ দত্তর মোড় নামক স্থানে হেলমেট পরিহিত মটর সাইকেল চালকদের ফুলেল শুভেচ্ছা জানান এবং সাধারণ জনগণের মাঝে পুলিশ সেবা সপ্তাহের লিফলেট বিতরণ করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.