ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে সতর্ক করলো হিজবুল্লাহ

আমাদের সময় প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১৩:১৫

আব্দুর রাজ্জাক : ইসরায়েলকে সম্ভাব্য যুদ্ধের ব্যাপারে সতর্ক করলো লেবাননের সশস্ত্র রাজনৈতিক দল হিজবুল্লার প্রধান হাসান নাসরুল্লাহ। সিরিয়ায় ইরানি ঘাঁটিগুলোতে ইসরায়েলি হামলা মধ্যপ্রাচ্যে যুদ্ধপরিস্থিতিতে ইন্ধন যোগাতে পারে বলে শনিবার তিনি এক বিবৃতিতে জানান। ইয়ন‘পরিস্থিতি বিবেচনায় ভুল করবেন না, এ অঞ্চলকে যুদ্ধের মতো বড় সংঘাতের দিকে ঠেলে দেবেন না।’ গত শনিবার এক টিভি সাক্ষাতকারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে নাসরুল্লাহ এ মন্তব্য করেন।নাসরুল্লা বলেন, ইসরায়েলি আগ্রাসন রোধে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ যেকোন মূহুর্তে একটি চুক্তি করতে পারেন। চুক্তিতে ইসরায়েলি হামলা প্রতিরোধে অন্যতম মিত্র রাষ্ট্র ইরান ও লেবাননের হিজবুল্লার সঙ্গে জোট করা হতে পারে।২০১৩ সাল থেকে সিরিয়ায় ইরানি ঘাঁটিগুলোতে কয়েকশ হামলা পরিচালনা করা হয়েছে। এ অঞ্চলে ইরানি সামরিক বাহিনীর উপস্থিতি তেল আবিবের জন্য বিপদজনক তাই হামলা চালানো হয় এবং আগামীতেও তেহরানের ঘাঁটিগুলো লক্ষ্যবস্তু করা হবে বলে হুমকি দিয়ে রেখেছে ইসরায়েল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও