সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী, মামলার কার্যক্রম নিয়ে সন্দেহ পরিবারের
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকীতে বনানীতে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্য ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা। আজ সকালে বনানী কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় হবিগঞ্জের কয়েকটি সংগঠন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা।এসময় সাংবাদিকদের সাথে কথা বলেন শাহ কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া। তিনি বলেন, বাবার হত্যা মামলার কার্যক্রমে তার পরিবারবর্গ সন্দিহান। চার্জশিটে যাদের অভিযুক্ত করা হয়েছে তারা প্রকৃত অপরাধী নয়। সত্যিকার খুনিরা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে।২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে গ্রেনেড হামলার শিকার হন শাহ এএমএস কিবরিয়া। চিকিৎসার জন্য ঢাকা আনার পথে মারা যান তিনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.