কর্নেল অলি আহমদ বলেছেন, অতি উৎসাহী পুলিশেরাই আওয়ামী লীগের কবর রচনা করেছে
এলডিপির সভাপতি ও বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের নেতা কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বাংলাদেশের কেউ শান্তিতে নেই। এটা কি প্রধানমন্ত্রী ও আওয়ামী জন্য ভালো হবে? আমি তো মনে করি, আমরা (বিএনপি) প্রধানমন্ত্রীর ক্ষতি করি নাই। অতি উৎসাহী পুলিশেরাই আওয়ামী লীগের কবর রচনা করেছেন। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে 'বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবি' শীর্ষক লেবার পার্টির সংহতি সমাবেশে তিনি এ কথা বলেন।শুক্রবার প্রধানমন্ত্রী জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন উল্লেখ করে কর্নেল অলি বলেন, একদিকে পিঠে লাথি দেবেন। আবার বক্তব্যে বললেন, জাতীয় ঐক্য? কিভাবে জাতীয় ঐক্য হবে? তবে নির্বাচনের পরে তো বলতে পারতেন যে, এধরণের নির্বাচন আমি আশা করি নাই। জাতীয় ঐক্য যদি তিনি (প্রধানমন্ত্রী) চান তাহলে বিভিন্ন দলের নেতাদের সঙ্গে বসে কিভাবে জাতীয় ঐক্য হবে এই আলোচনা করতে অসুবিধাটা কোথায়? আমরা কি দেশ ও জনগণের বিরুদ্ধে কাজ করছি? আমাদের লক্ষ্য যদি এক হয় তাহলে আমরা আলোচনা করে কেনো এগুলো সমস্যার সমাধান করতে পারবো না?তিনি বলেন, এবার নির্বাচনে হাজার হাজার কোটি টাকা খরচ করেছে। এগুলো আসলো কোথা থেকে? আর এবার যারা নির্বাচন করেছেন, যাদের সম্পদ কয়েক শত গুণ বৃদ্ধি পেয়েছে, তাদেরকে দুদকের নোটিশ দেওয়া উচিত। যে এই সম্পদ এ হারে কেনো বৃদ্ধি পেলো। বিশেষ করে দশম জাতীয় সংসদে যারা সদস্য ছিলেন, কয়েক শত গুণ যাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে, তাদেরকে ডাকা উচিত। শুধু কথায় দুর্নীতি দমন বলবেন, জিরো টলারেন্স বলবেন- আর কর্মকাণ্ড সেটা হবে না!একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐক্যফ্রন্টের নির্বাচিত প্রার্থী সংসদে না যাওয়ার আহ্বান জানিয়ে কর্নেল অলি বলেন, আমরা আশা করবো, বিএনপির যারা নির্বাচিত হয়েছেন, তারা জাতির সাথে বেইমানি ও প্রতারণা করবেন না। সংসদে যাবেন না। তারা সংসদে যদি যায় তাহলে আমরা মনে করবো তারা জাতির সাথে প্রতারণা করেছেন। আমরা যারা নির্বাচন করেছি, যারা জেলে গেছে এবং মেহনত করেছে- তাদের সাথে প্রতারণা করেছেন।লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরানের সভাপতিত্বে সমাবেশে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নাল আবেদীন, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম রাজু, এস এম ইউসুফ আলী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর প্রমুখ বক্তব্য রাখেন।