কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


দুই হাজার কোটি ডলারের রেল প্রকল্প বাতিল করবে মালোশিয়া

চীনা কমিউনিকেশন কন্সট্রাকশন কোঃ লিঃ (সিসিসিসি) এর ঠিকাদারে মালোশিয়ার দুই হাজার কোটি ডলারের ইস্ট কোস্ট রেল লিংক (ইসিআরএল) প্রকল্পটি বাতিল করবে বলে শনিবার দেশটির অর্থমন্ত্রী জানয়েছেন। রয়টার্সমালোশিয়ার অর্থমন্ত্রী মোহাম্মদ আজমিন আলি একটি সংবাদ সম্মেলনে জানান, এই প্রকল্পটির খরচ অনেক বেশি। যদি চীন এর জন্য ঋণ প্রধান করতে রাজি হয় তাহলে মালোশিয়া স্বাগতম জানাবে এবং প্রকল্পটি কাজ করবে। তিনি আরও বলেন, ‘মন্ত্রীসভার সবাই মিলে এই ইসিআরএল প্রকল্পটি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেনান এই প্রকল্পটির খরচ অনেক বেশি যা আমরা বহন করতে পারবো না। এই প্রকল্পটি বাতিলের জন্য সিসিসিসিকে কত টাকা ফ্রি দিতে হবে তা নিয়ে সরকার এখনো ভাবছে।’আজমিন আলি আরও বলেন, এই প্রকল্পটির জন্য এক বছরে ১২ কোটি ডলার সুদ দেয়া লাগবে। যা আমাদের পক্ষে সম্ভব না। তাই আমাদের এই প্রকল্পটি বাতিল করা উচিত কারণ এতে আমাদের সঙ্গে চীনের  সম্পর্কের  ফাটল ধরতে পারে।মালোশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ গত আগস্ট মাসে জানিয়েছিলেন, এই রেল প্রকল্পটি অসস্থায়ীভাবে বাতিল করা হবে। কিন্তু সরকার আগে থেকেই বলছিলেন, এই প্রকল্পটি নিয়ে ভবিষৎতে সিসিসিসি সঙ্গে আলোচনায় বসা হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন