যুক্তরাষ্ট্রকে রাশিয়া : ঘরের সমস্যা সমাধানে মনোযোগ দেয়া উচিৎ

আমাদের সময় প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০১৯, ১২:৩৫

আব্দুর রাজ্জাক : যুক্তরাষ্ট্রকে নিজেদের অভ্যন্তরীণ সমস্যা সমাধানে মনোযোগী হতে হবে। ওয়াশিংটনের অযথা বাইরের রাষ্ট্রগুলোতে সমস্যা অনুসন্ধান করে তাতে অপবাদ দেয়ার চেষ্টা করা উচিৎ নয় বলে জানিয়েছেন রুশ অর্থনৈতিক উন্নয়ন বিষয়কমন্ত্রী ম্যাকসিম ওরেশকিন। আরটিগত শুক্রবার সুইজারল্যান্ডের ডাভোসে চলমান অর্থনৈতিক সম্মেলনে মার্কিন ধনকুবের জর্জ সরোস চীনের সমালোচনা করায় মস্কোর পক্ষ থেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়।সরোস বলেন ‘চীন পৃথিবীতে শুধু একটি স্বৈরাচারী দেশই নয়, এটি অন্যতম সম্পদশালী, শক্তিশালী এবং প্রযুক্তিতে অনেক আগানো একটি দেশ। চীনের এই অবস্থানই দেশটির প্রেসিডেন্ট শি জিনপিংকে বিশ্বে উন্মুক্ত সমাজ ব্যবস্থার পথে ভয়নক করে তুলেছে।’যুক্তরাষ্ট্রকে নিজেদের সমস্যায় মনোনিবেশ করে অন্যদের উন্মুক্ত সমাজ ব্যবস্থার পথে অপবাধ দেয়া থেকে বিরত থাকতে হবে। দেশটির অভ্যন্তরেই বহুবিধও সমস্যা রয়েছে বলে ডাভোসে এক সংবাদ সম্মেলনে ওরেশকিন দাবি করেছেন।অন্যদিকে, সরোস কালোকে সাদায় রুপান্তর করে কথা বলছেন, তার অভিযোগের কোন ভিত্তি নেই এবং মূল্যহীনও বটে। তবে তিনি এই অপবাদগুলোর দ্বারা মূল সমস্যাকে আড়াল করার চেষ্টা করছেন বলে চীন পাল্টা অভিযোগ করেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও