শ্রীমঙ্গলে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী যারা
আসন্ন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় চেয়ারম্যান পদে ৯জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ১১ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৭ জন সম্ভাব্য প্রার্থী দলীয় ফরম তুলেছেন। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে গত ২৪ শে জানুয়ারি বিকেল তিনটা থেকে ২৫শে জানুয়ারি সন্ধ্যা সাতটা পর্যন্ত এই তিনটি পদে দলীয় আবেদন ফরম বিতরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান পদে সম্ভাব্য যেসব প্রার্থীরা দলীয় মনোনয়ন প্রত্যাশায় ফরম তুলেছেন এরা হলেন-বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান রনধীর কুমার দেব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আছকির মিয়া, সাধারণ সম্পাদক এমএ মান্নান, সাবেক পৌর চেয়ারম্যান এমএ রহিম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইউছুফ আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান তফাজ্জুল হোসেন ফয়েজ, কালাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমএ মতলিব, শ্রীমঙ্গল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আফজাল হক, কামরুজ্জামান জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান (পুরুষ)পদে ফরম তুলেন প্রয়াত এমপি মোহাম্মদ ইলিয়াস এর সরওয়ার জাহান চঞ্চল,বর্তমান ভাইস চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ছালিক আহমদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, বদরুল ইসলাম সোহেল, প্রসুন কান্তি দত্ত, পংকজ কুমার নাগ, শেখ মোহাম্মদ আবদুল মোছাব্বির ও খাদ্য ব্যবসায়ী পরিমল দাশ ও নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মহিলা পদে মনোনয়ন প্রত্যাশীরা হলেন-বর্তমান ভাইস চেয়ারম্যান হেলেনা চৌধুরী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জয়শ্রী চৌধুরী, হাজেরা খাতুন, ইপা বড়–য়া, মিতালী দত্ত, শারমিন জাহান ও শিরীন আক্তার। শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ মান্নান প্রার্থী বলেন, ‘তিনটি পদেই দলীয় মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থীরা দলীয় কার্যালয় থেকে নির্দিষ্ট ফরম নেন। ফরমটিতে নিজেদের রাজনৈতিক জীবন বৃত্তান্তসহ প্রাসঙ্গিক নানা তথ্যাদি পূরণ করে জমা দিয়েছেন।মান্নান বলেন, ‘প্রার্থিতা বাছাই নিয়ে আজ শনিবার বিকাল তিনটায় আওয়ামী লীগের কার্যকরী কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় জেলা আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ স্থানীয় এমপি মহোদয় থাকবেন। যারা মনোয়ন ফরম জমা দিয়েছেন তাদের তথ্যাদি যাচাই-বাছাই করে কেন্দ্রের নির্দেশ অনুযায়ী যেকোনো তিনজনের নাম জেলার মাধ্যমে দলের কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে।’