পথচলা শেষ হচ্ছে ন্যানোর
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০১৯, ১১:৩১
business news: টাটা ন্যানোর কফিনে শেষ পেরেকটি পোঁতা হতে পারে আগামী বছর এপ্রিলে। ওই সময় থেকে দেশে গাড়ির নতুন জ্বালানি বিধি বিএস-সিক্স কার্যকর হলে পথচলা শেষ হবে রতন টাটার স্বপ্নের গাড়িটির, যাকে ঘিরে রাজ্য রাজনীতি এবং টাটা গোষ্ঠীর বোর্ডরুমে অনেক পালাবদল ঘটে গিয়েছে। বৃহস্পতিবার সংস্থার যাত্রিবাহী গাড়ি বিভাগের প্রেসিডেন্ট মায়াঙ্ক পারিক জানান, ২০২০ সালের এপ্রিল থেকে ন্যানোর উৎপাদন এবং বিক্রি দুই বন্ধ করে দেওয়া হবে।