বিশ্বের এক নাম্বার ওপেনার এখন তামিম ইকবাল
ভারতীয় ওপেনার রোহিত শর্মাকে পেছনে পেলে বর্তমানে ক্রিকেট বিশ্বের এক নাম্বার ওপেনার তামিম ইকবাল। পরিসংখ্যানে ২০১৫ সালের অস্ট্রেলিয়া বিশ্বকাপের পর থেকেই বিশ্বের সেরা ওপেনারদের তালিকায় ছিলেন বাংলাদেশী ওপেনার তামিম ইকবাল। আর তারই ধারাবাহিকতায় গত দু’বছরে বিশ্বের শীর্ষ ওপেনার ছিলেন তামিম ইকবাল।২০১৫ বিশ্বকাপের পর ভালো ফর্মে না থাকলেও ২০১৭ ও ২০১৮ তে দুর্দান্ত পারফর্মেন্স দেখিয়েছেন তামিম ইকবাল। গত চার বছরে ৭টি সেঞ্চুরি রয়েছে দেশসেরা এ ওপেনারের। ক্যারিয়ারের সের সময় ২০১৭ ও ২০১৮ সালে তামিম ইকবালের ব্যাটিং গড় ছিল ৬৪.৬০ এবং ৮৫.৫০। গত দুই বছরে ২৩ ইনিংসে ৭৩.৮৮ গড়ে ১৩৩০ রান করেছেন তামিম ইকবাল।অন্যদিকে তামিম ইকবালের পরেই রয়েছেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৪৩ ইনিংসে ৭১.৬৫ গড়ে ২৫০৮ রান করেছেন তিনি। তিন নম্বরে রয়েছেন পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান ইমাম-উল-হক। ১৭ ইনিংসে ৬৪.৬৪ গড়ে ৯০৫ রান করেছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- ক্রিকেট
- সেরা
- স্মার্ট ওপেনার
- তামিম ইকবাল
- ঢাকা