![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/thumb/msid-67652927,width-473,resizemode-4/news-for-toi.jpg)
বছরভর নয়, কিন্তু নেতাজির জন্মদিনে হিট তেলেভাজা
এইসময় (ভারত)
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৯, ১২:২৯
food: দোকানে লাইন পড়ে যাবে আটটা থেকেই। ঝাঁপ বন্ধ হবে ১২টার পর। ১৫৮ বিধান সরণী-র বিখ্যাত দোকান লক্ষ্মীনারায়ণ সাউ অ্যান্ড সন্স। ১০০ বছরের পুরনো এই দোকানে নেতাজির জন্মদিন এলেই কোনও টাকা ছাড়া উপহার দেওয়া হয় তেলেভাজা। কারণ বর্তমান কর্ণধারের দাদু কেদু সাউ চপ-মুড়ি পাঠানোর অর্ডার পেয়েছিলেন নেতাজির কাছেই। স্বদেশী মিটিংয়ে স্বয়ং নেতাজি সেই তেলেভাজা খেয়েছিলেন।