রাজধানীতে ৭ম দিনের মতো চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ

আমাদের সময় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১২:২৮

রাজধানীতে ৭ম দিনের মতো চলছে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ। সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর ট্রাফিক পুলিশ। তাদের সঙ্গে কাজ করছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। তবু সড়কে শৃঙ্খলা ফিরছে না। রোববার দিনভর অভিযান চালিয়ে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ৬ হাজার ১৫৩ মামলা।  ২৯ লাখ ৯৭ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ২৫টি গাড়ি ডাম্পিং ও ৮০৫টি গাড়ি রেকার করা হয়েছে।ডিএমপি ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, উল্লেখিত মামলার মধ্যে রয়েছে উল্টোপথে গাড়ি চালানোর কারণে ১০৭৫টি গাড়ির বিরুদ্ধে মামলা, হাইড্রোলিক হর্ণ ব্যবহার করার দায়ে ১২৩টি, হুটার ও বিকনলাইট ব্যবহার করার জন্য ৮টি, স্টিকার ব্যবহার করার জন্য ২টি এবং মাইক্রোবাসে কালো গ্লাস লাগানোর জন্য ১৪টি গাড়ির বিরুদ্ধে মামলা,  ২৫৯০টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা ও ১৩৩টি মোটর সাইকেল আটক করা হয়। গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করার অপরাধে চালকের বিরুদ্ধে ১৩টি মামলা দেওয়া হয়। এ অভিযান ৩১ জানুয়ারী পর্যন্ত চলবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও