রাজনৈতিক বিশ্লেষক ড. রওনক জাহান মনে করেন, প্রতিষ্ঠানিক কাঠামো শক্ত না হলে, ব্যক্তির পক্ষে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়

আমাদের সময় প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৯, ১৪:২৩

মঈন মোশাররফ : রাজনৈতিক বিশ্লেষক ড. রওনক জাহান বলেছেন, শাসন ব্যবস্থা তো ব্যক্তি নির্ভর হতে পারেনা। কিন্তু যে সুশাসনের কথা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন তার বাস্তবায়নের জন্য তাকে নির্ভর করতে হবে তার দলের লোকের ওপর,  প্রশাসনের ওপর, পুলিশের ওপর। সেখানে তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে তার এসব কথায় মানুষ কতটা ভরসা করতে পারবে? একজন ব্যক্তি যত ভালো নেতাই হোন না কেন, একটি শাসন ব্যবস্থা তো ব্যক্তি নির্ভর হতে পারেনা। রোবিবার বিবিসি বাংলাকে তিনি আরো বলেন, প্রতিষ্ঠানিক কাঠামো শক্ত না হলে, ব্যক্তির পক্ষে জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব নয়।তিনি বলেন, সবকিছু একটি ‘সিস্টেমের’ মধ্যে আনতে হবে, প্রতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করতে হবে। তার মতে, সেটাই একটি সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নেতা যতই ভালো হোন, তিনি তো একজন ব্যক্তি। সা¤প্রতিক বছরগুলোতে উন্নয়ন নিয়ে অনেক আলোচনা হয়েছে, সুশাসন তেমন গুরত্ব পায়নি। এবার মনে হয় তিনি সেই বিষয়টিকে সামনে আনতে চাইছেন। দেশের সবাই জানে প্রধানমন্ত্রী একচ্ছত্রক্ষমতাধর, তার দলও পুরোপুরি তার ওপর নির্ভরশীল, অতএব তিনি সবাইকে ব্যক্তিগতভাবে আশ্বাস দিতে চাইছেন তিনি এবার সুশাসন দেবেন।তিনি আরো বলেন : প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে বিরোধীদের আলোচনাকে ঘুরিয়ে ভিন্ন জনপ্রিয় কিছু ইস্যুর দিকে নিয়ে যেতে চাইছেন যেগুলো সাধারণ মানুষের কাছে গুরতপূর্ণ দুর্নীতি, মাদক ইত্যাদি। সেই ইঙ্গিত শেখ হাসিনা দিয়েছিলেন মন্ত্রিসভা গঠনের পরপরই। তিনি জনান :  মন্ত্রিসভাকেও তিনি বলেছেন আমি তোমাদের ওপর নজর রাখবো। বার্তা দিতে চেয়েছেন যে জবাবদিহিতা তিনি এবার আদায় করে নেবেন। শেখ হাসিনা তার এবার তার মন্ত্রীদের কাছ থেকে নিজেকে কিছুটা দুরে  রাখার চেষ্টা করছেন যাতে তার হুমকি বিশ্বাসযোগ্য হতে পারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও